শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তনের কারণে দেশে দুর্যোগ বেড়ে চলছে

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে দেশে দুর্যোগ বেড়ে চলছে। দুর্যোগ আমাদের জাতীয় সমস্যা। এ সমস্যা সমাধান করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে জাতীয় দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্ত্তত গ্রহন করা দরকার।

‘‘দুর্যোগের নেই দিনক্ষন প্রস্ত্তত থাকব সারাক্ষন’’ এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর পল্লীশ্রী, আরডিআরএস, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ব্র্যাক, কেয়ার বাংলাশে, ওয়ার্ল্ড ভিশন, ল্যাম্ব, আশা, জাতীয় দুর্যোগ প্রস্ত্ততি দিবস-২০১৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। র‌্যালীটির নেতৃত্ব দেন ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ হাম্মাদুল বাক্বী। এসময়  উপস্থিত ছিলেন পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী পারভেজ আহমেদ, আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর এর কর্মসূচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) তপন কুমার সাহা, সিনিয়র কৃষি কর্মকর্তা নাজমা পারভীন, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মহশিন আলী। প্রধান অতিথি জাতীয় দুর্যোগ প্রস্ত্ততি দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

Spread the love