শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট সমর্থিত প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট সমর্থিত (হালিম-আমিন) প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের উপদেষ্টা সিনিয়র আইনজীবী এ্যাড. আব্দুস সাঈদ। পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খতিবুদ্দিন আহম্মদ। আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. আ ন ম হাবিবুলস্নাহ’র উপস্থাপনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এ্যাড. ইছাহক, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টো, নায়েবে আমীর এ্যাড. আবুল কাসেম, আইনজীবী ফোরামের সহ-সভাপতি এ্যাড. মোঃ আবু তালেব, আলহাজ্ব খয়রাত আলী, আবু আলী চৌধুরী, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোলস্না মোঃ সাখাওয়াত হোসেন, কোধাষধ্যক্ষ এমাম আলী, মোঃ ফারম্নক আহমেদ, আব্দুস সুবহান, আব্দুল বাকী, এ্যাড. আবু মাসুদ ওবায়দুলস্নাহ তারেক প্রমূখ। পরিচিতি সভায় আইনজীবী ফোরামের সকল সদস্য ও অন্যান্য আইনজীবীগন উপস্থিত ছিলেন।

১৮দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীজী ঐক্যজোট সমর্থিত (হালিম-আমিন) প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি আব্দুল হালিম, সহ-সভাপতি মোঃ মইনুল ইসলাম ও মোহাম্মদ মঞ্জুরম্নল হক, সাধারণ সম্পাদক মোঃ একরামুল আমিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনওয়ারম্নল আজিম খোকন, মোঃ মাহফুজুর রহমান খাঁন বিপুল, কোষাধ্যক্ষ মোহাম্মদ তারিকুল ইসলাম (তারেক) শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মানিক, সমাজ কল্যাণ ও ধর্ম সম্পাদক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক মোঃ আবুল বাশার প্রিন্স, সদস্য মোঃ রিয়াজুল হক শাহ, মোঃ রেজাউল ইসলাম, মোঃ শহিদুল্লাহ, খন্দকার মোহাম্মদ মাসুম ও শাহিদুল ইসলাম সৈকত।

উলেস্নখ্য, আগামী  ১১ এপ্রিল বেলা ২টা হতে বিকেল ৫ পর্যমত্ম ভোটগ্রহন করা হবে। এই নির্বাচনে ৪৬৬ জন ভোটার ভোট প্রদান করবেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এ্যাড. মোঃ আব্দুল হাই-১, নির্বাচন কমিশনার হিসেবে এ্যাড. মোঃ ইকবাল রায় সোহেল ও এ্যাড. শ্রী শৈলেন কামিত্ম রায়।

Spread the love