শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় ঐক্য হলে সরকারের ক্ষমতা হারানোর ভয় নেই

অসাম্প্রদায়িক দলসমূহকে নিয়ে জাতীয় ঐক্য হলে সরকারের ক্ষমতা হারানোর কোন ভয় নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কর্নেল তাহের দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আবদুল মালেক রতন বলেন, সরকারের সাথে জাতীয় ঐক্য থাকার পর কেউ সরকার পরিবর্তনে যেতে পারে না। অন্যদিকে বিদেশি কারও আশ্বাসে অতিবেশি অহমিকা পরায়ন হওয়াও সরকারের উচিত নয়।
তিনি বলেন, ৭ই নভেম্বরে অভ্যুত্থানের পরপর কর্নেল তাহের বাংলাদেশে সকল শ্রেণি-পেশাসহ তৃণমূলের জনগণকে নিয়ে গণতান্ত্রিক জাতীয় সরকার গড়ে তোলার ডাক দিয়েছিলেন। সে মুহূর্তে জিয়াউর রহমান বিশ্বাস ভঙ্গ করে ক্ষমতা দখল ও বিচারের নামে প্রহসন চালিয়ে কর্নেল তাহেরকে হত্যা না করলে বাংলাদেশে মৌলবাদ-জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারতো না।
জেএসডির সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মো: সিরাজ মিয়া, কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন. আবদুর রাজ্জাক রাজা, মিজান উর রশীদ চৌধুরী প্রমুখ।

Spread the love