মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১ অবহিত করণ সভা অনুষ্ঠিত

Adabদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক বলেছেন জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারী-বেসরকারী উদ্যোগের সমন্বয় ঘটাতে হবে। নারীর প্রতি নির্যাতন আমাদের নিত্য দিনের ঘটনা। নারীর মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার ক্ষেত্রে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা আইন প্রনয়ন করা হয়েছে। নারী উন্নয়ন নীতি ও কর্ম পরিকল্পনা বাস্তয়নের মুল দায়িত্ব সরকারের হলেও এটাকে সামাজিক আন্দোলনে রূপান্তর করতে হবে।

গতকাল রোববার এডাব দিনাজপুর জেলা শাখা আয়োজিত শিশু একাডেমীর হলরুমে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ২০১১ অবহিতকরণ ও দ্রুত বাস্তবায়ন বিষয়ক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এডাব দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মোজাফফর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রানী বাগচী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম, সাবেক প্রধান শিক্ষ মোঃ সফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এসআইডিপি’র নির্বাহী পরিচালক মোঃ আফসার আলী। জাতীয় নারী উন্নয়ন নীতিমালা’১১ প্রতিবেদন পাঠ করেন গ্রাম উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফরিদা বেগম। সুপারিশ নিয়ে মুক্ত আলোচনা করেন একেএম মেহেরুল্লাহ বাদল, এ্যাড. তৈয়বা বেগম, শহীদুল ইসলাম শহীদু্ল্লাহ, লুৎফুন নাহার তুলি ও সৈয়দ সরাফত হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এডাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব ও অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা বেগম।

Spread the love