শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় পার্টির দিকে মানুষ তাকিয়ে আছে

সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামীলীগ-বিএনপির প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশকে শেষ করে দিয়েছে। তাই দেশের মানুষ জাতীয় পার্টির দিকে মানুষ তাকিয়ে আছে। তারা দুই রাজনৈতিক দলকে আর চায় না।

নগরীর মুরাদপুরে শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, সঠিক নির্বাচন হলে জাতীয় পার্টিই ক্ষমতায় আসবে। অস্ত্র আর দুর্নীতির জন্য নয়, মানুষের কল্যাণে ক্ষমতায় আসতে চাই। আমরা আগুন আর মানুষ হত্যার রাজনীতিতে বিশ্বাসী নই। সম্প্রীতি আর ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী।

জাতীয় পার্টি নগর শাখার আহ্বায়ক মাহজাবীন মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, উত্তর জেলার আহ্বায়ক শায়েস্তা খান ও দক্ষিণ জেলার আহ্বায়ক শামসুল আলম মাস্টার।

Spread the love