শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জেলায় ৪৩ জন করোনায় আক্রান্ত আর ১৮ জন সুস্থ

রাজু বিশ্বাস, দিনাজপুর থেকে ॥ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলা করোনা ফোকাল পার্সল ডাঃ শাহ্ মোঃ এজাজ-উল হক জানান, ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় মোট ৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৯ জন, বিরামপুরে ০১ জন, বীরগঞ্জে ০২ জন, বোচাগঞ্জে ০১ জন, চিরিরবন্দরে ০২ জন, ফুলবাড়ীতে ০১ জন, নবাবগঞ্জে ০৪ জন ও পার্বতীপুর উপজেলায় ০৩ জন করোনা (কোভিড-১৯) পজিটিভ হয়েছে।
দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬১৪৪ জন এর মধ্যে (দিনাজপুর সদর-৩৪৮৮ জন, বিরল-৩৪৬ জন, বিরামপুর-৩৪৫ জন, বীরগঞ্জ-১৭৯ জন, বোঁচাগঞ্জ-১৬৭ জন, চিরিরবন্দর-২৪৯ জন, ফুলবাড়ী-২১০ জন, ঘোড়াঘাট-৯৩ জন, হাকিমপুর-১১৭ জন, কাহারোল-১৭৩ জন, খানাসামা- ১২৫ জন, নবাবগঞ্জ-১৬২ জন ও পার্বতীপুর-৪৯০ জন) মোট ১৩টি উপজেলায়।
আরও গত ২৪ ঘন্টায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত ১৮ জন রোগী সুস্থ হয়েছে।
অদ্যাবধি দিনাজপুর জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৫৬০১ জন।
অদ্যাবধি দিনাজপুরে (কোভিড-১৯) আক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা ১৩৭ জন।
বর্তমানে ৩৬৯ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ৭০ জন রয়েছে।
গত ২৪ ঘন্টায় দিনাজপুর থেকে প্রেরিত নমুনা সংগ্রহ ২২৬টি।
গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসি আর টি ল্যাবের নমুনা পরীক্ষায় ১৫০টি রিপোর্টের মধ্যে ৪৩টি রিপোর্ট করোনা (কোভিড-১৯) পজিটিভ আর বাকী ১টি রিপোর্ট নেগেটিভ হয়েছে এবং অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ৪৪৮৩১টি আর অদ্যাবধি মোট নমুনার ফলাফল হয়েছে ৪১৯৪৪টি।
২৪ ঘন্টায় কোয়ারেনটাইম এর সংখ্যা ১৪৩ জন। আর মোট কোয়ারেন্টাইন গ্রহন করেছে ৩৪৭৮১ জন।
২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র ৫৯ জন, মোট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র ৩৪০৭৯ জন।
বর্তমানে দিনাজপুর জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪০৬ জন এবং শনাক্তের হার ২৮.৬৬%।

Spread the love