শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জেলা প্রশাসনের আয়োজনে ইউপি সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তাগনের এমআইএস প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মোঃ ইউসুফ আলী ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় পরিচালিত এলজিএসপি-২ প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার সকল ইউনিয়ন পরিষদ সচিব এবং প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ২ জন উদ্দ্যোক্তার সমন্বয়ে ৩ দিনব্যাপী এমআইএস প্রশিক্ষণ কোর্স দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। জেলার মোট ১০২টি ইউনিয়নের ৩০৬ জন অংশগ্রহনকারী ১৪টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হবে। ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে প্রকল্পের আওতায় দক্ষতা বৃদ্ধির জন্য এমআইএস সফটওয়ার প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের সার্বিক তথ্য ও হিসাব নিকাশ ওয়েব বেইজড সফটওয়ারের মাধ্যমে ইউনিয়ন পরিষদে ডাটা এন্ট্রি করতে হবে। ফলে যে কোন সময় যে কোন তথ্য অতি সহজে পাওয়া যাবে। এই সফটওয়ার পদ্ধতি বাস্তবায়নের ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সরকারের ডিজিটাল পদ্ধতির আওতায় অন্তর্ভূক্ত হবে। ২ আগষ্ট মঙ্গলবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষনের কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম এবং প্রশিক্ষনের কোর্স সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ ইমতিয়াজ হোসেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এলজিএসপি-২ মোঃ ওয়ালিউল ইসলাম চৌধুরী ও এ.কে.এম হাসান নূর জামান।

Spread the love