বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক ।কয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলন

Khaleda-18+Partyখালেদার জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়।

রাত পৌনে ৮টা থেকে ৪৫ মিনিট স্থায়ী এই সাক্ষাতে দ্বি-পক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে সাক্ষাতের বিষয়ে দুই পক্ষ থেকেই সাংবাদিকদের কোনো কিছু জানানো হয়নি।

সাক্ষাতের সময় চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে খালেদা জিয়ার গাড়িবহর কার্যালয়ে প্রবেশ করলে দলের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানায়।

নিজের বাসায় ১৪ দিন ‘অবরুদ্ধ’ থাকার পর গত ১১ জানুয়ারি রাতে খালেদা জিয়া প্রথম কার্যালয়ে আসেন। ওইদিন চীনের রাষ্ট্রদূত লি জুন তার সঙ্গে দেখা করেন।

পরে রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ১৮ দলীয় জোট নেতাদের বৈঠকের পর এলডিপি সভাপতি অলি আহমেদ সাংবাদিকদের বলেন, “চলমান আন্দোলনের বিষয়ে কয়েকদিনের মধ্যে জোট নেতা সংবাদ সম্মেলন করে  জাতির উদ্দেশে সব কিছু বিস্তারিত তুলে ধরবেন।”

কবে সংবাদ সম্মেলন হবে- জানতে চাইলে তিনি বলেন, “কয়েকদিনের মধ্যেই সংবাদ সম্মেলনটি হবে।”

বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার এই সংবাদ সম্মেলনটি হতে পারে।

Spread the love