বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত

Cricetদক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটের বিশাল

ব্যবধানে হারিয়ে টি২০ বিশ্বকাপের

ফাইনানে উঠেছে ভারত। ফলে তারা

এবারের বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার

মুখোমুখি হবেন। বিরাট কোহলির ব্যাটে ভর

করে দক্ষিণ আফ্রিকার দেয়া ১৭৩ রানের

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ বল বাকি

থাকতেই ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে

ফাইনালে পৌঁছে গেছে ধোনী-কোহলিরা।

ভাতের পক্ষে ৪৪ বলে সর্বোচ্চ ৭২ রান

করেছে কোহলি। আর দক্ষিণ আফ্রিকার পক্ষে

৪ ওভার বল করে ৩১ রান দিয়ে ২ উইকেট

নিয়েছে হ্যানড্রিক্স।

শুক্রবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা

জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট

করতে নেমে ৪ উইকেটে ১৭২ রান করে

দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে

দারুণ সূচনার পর বিউরান হেনরিক্সের বলে

ফাফ দু প্লেসির হাতে ক্যাচ দিয়ে ফিরেন

রোহিত শর্মা। ওয়েইন পার্নেলের বলে এবি ডি

ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরেন

অজিঙ্কা রাহানে। ব্যাটের উপরের কানায়

লেগে ডিপ মিডউইকেটে আসা ক্যাচটি

তালুবন্দী করতে কোনো ভুল করেননি ডি

ভিলিয়ার্স।

প্রথম ওভারেই কুইন্টন ডি ককের বিদায়ে

শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার।

ভুবনেশ্বর কুমারের করা তৃতীয় বলটি

ব্যাটের কানায় লাগলেও চার পেয়েছিলেন

ডি কক। পরের বলে আর ভাগ্যের সহায়তা

পাননি। ব্যাটের ভেতরের কানায় লেগে বল

জমা পড়ে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে। ষষ্ঠ

ওভারের প্রথম বলে দলকে দ্বিতীয় সাফল্য

এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। ক্যারাম বল

বুঝতে না পেরে বোল্ড হয়ে যান হাশিম

আমলা।

পাওয়ার প্লেতে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে

হারালেও খেলায় তার কোনো প্রভাব পড়তে

দেননি এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে

ফেরা অধিনায়ক ফাফ দু প্লেসি ও জেপি

ডুমিনি। তৃতীয় উইকেটে ৭১ রানের জুটি

গড়েন দুজন। ৫২ বলের এ জুটি ভাঙার

কৃতিত্বও অশ্বিনের। এ অফস্পিনারের

আরেকটি ক্যারাম বল অদ্ভুতভাবে খেলতে

গিয়েছিলেন দু প্লেসি (৫৮); কিন্তু বোল্ড হয়ে

ফিরতে হয় তাকে। প্লেসির ৪১ বলের ইনিংসে

ছিল ৫টি চার ও ২টি ছক্কা।

এরপর এবি ডি ভিলিয়ার্সকেও ফেরান

অশ্বিন। কিন্তু তবুও বড় সংগ্রহই দাঁড় করায়

দক্ষিণ আফ্রিকা। এতে বড় কৃতিত্ব ডুমিনি ও

ডেভিড মিলারের (১২ বলে অপরাজিত

২৩)। ২৭ বলে ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি

গড়েন এ দুজনে। ৪৫ রানে অপরাজিত থাকা

ডুমিনির ৪০ বলের ইনিংসে ছিল ১টি চার ও

৩টি ছক্কা। পক্ষান্তরে ২২ রানে ৩ উইকেট

নিয়ে ভারতের সেরা বোলার অশ্বিন।

অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যান অব দ্য ম্যাচ

হয়েছেন ভারতের ভিরাট কোহলি।

 

 

Spread the love