শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ট্রেনে এসি ও প্রথম শ্রেণিতে টিকিট বিহীন যাত্রী উঠিয়ে অর্থ আদায়। দিনাজপুর জিআরপি থানায় অভিযোগ

দিনাজপুর জেলা প্রতিনিধিঃ বিরোধী দলের চলমান হরতাল ও অবরোধে দিনাজপুর-ঢাকা দ্রুতযান ও একতা এক্সপ্রেস ট্রেনে দালাল ও টিকিট চোরাকারবারিদের দৌড়াত্ব ও তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দালালরা নিজেদের ষ্টেশন মাষ্টার, রেলওয়ের স্টাফ পরিচয় দিয়ে টিটিকধারী যাত্রীদের নাজেহাল করছে। রেলওয়ের সাবেক টিটি, কর্মকর্তা ও নিজেদের রেলওয়ে স্টাফ নাম ভাঙ্গিয়ে ট্রেনের এসি ও প্রথম শ্রেণীতে টিকিট বিহীন যাত্রীদের সীট করে দিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করছে এ সব দালাল। কর্তব্যরত এটেনডেন্টরা বাঁধা দিলে দালালরা ট্রেন থেকে ফেলে দিয়ে জীবন নাশের হুমকী প্রদান করছে। এসি ও প্রথম শ্রেণীতে দালালদের এ তৎপরতায় রেল কতৃপক্ষ হাজার হাজার টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। দিনাজপুর ষ্টেশনের সুপার গোলাম মোস্তফা জানান, দিনাজপুর-ঢাকা দ্রুতযান ও একতার এসির প্রতি টিকিটের মূল্য রাতে ১৪’শ ৮০ ও দিনে ৯’শ ৮৪ টাকা। প্রথম শ্রেণী প্রতিটি টিকিটের মূল্যে রাতে ৮’শ ৫৫ টাকা ও দিনে ৫’শ ৭০ টাকা। সাধারন ও চেয়ার কোচে উপচে পড়া ভীড় রয়েছে। অনেক ক্ষেত্রে এসি ও প্রথম শ্রেণীর টিকিট থেকে যায়। দ্রুতযানের এসির এটেনডেন্ট দুলাল জানান, গত ৯ মার্চ দ্রুতযান ট্রেনে দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে একজন সাবেক টিটির পুত্র মিঠু টিকিট বিহীন ৪ জন যাত্রীকে এসিতে উঠিয়ে দেয়। এনিয়ে যাত্রীদের সাথে বাকবিতন্ডা শুরু হয়। মিঠু নিজেকে পার্বতীপুর ষ্টেশন মাষ্টার হিসেবে পরিচয় দিয়ে এসি চালাতে বাধ্য করে। টিকিটধারী কয়েকজন যাত্রী এসময় ট্রেনে কর্তব্যরত জিআরপির এস.আই মাসুদকে অভিযোগ করে। কিন্তু কোন লাভ হয়নি। এসময় প্রথম শ্রেণীর এটেনডেন্ট জালাল মিঠুর বিরুদ্ধে একই অভিযোগ করেন। দিনাজপুর রেল ষ্টেশনের একজন কর্তব্যরত অফিসার তারিকুল ইসলাম বলেন, কর্তব্যরত এটেনডেন্টরা মিঠুর অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অভিযোগ করেছে। এসি চললে সরকারি খরচ প্রচুর। কিন্তু দালালরা অবৈধ ভাবে টিকিট বিহীন যাত্রী উঠিয়ে এসি চালাতে বাধ্য করছে। রেলওয়ের একটি সূত্র দাবি করছে পেট্রোল বোমা এবং ককটেলের ভয়ে বাসযাত্রীরা ট্রেনমুখী হয়ে পড়েছে। এদিকে যাত্রীদের ট্রেনমুখীর সুযোগ নিয়ে ট্রেনে মিঠুর মত দালাল এবং ষ্টেশনে টিকিট চোরাকারবারিদের দৌড়াত্ব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের সুপার গোলাম মোস্তফা অবৈধ পন্থায় টিকিট বিক্রি বন্ধের জন্য ১৭ জন টিকিট চোরাকারবারির নাম উলে­খ করে দিনাজপুর জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সুপার দাবি করেন জিআরপি থানায় অভিযোগকৃত ১৭ জন প্রতিদিন লাইনে ১০/১২ জন করে লাইনে দাড়িয়ে জোরপূর্বক টিকিট সংগ্রহ করে। সাধারন যাত্রীদের লাইনে দাঁড়াতে দেয় না। টিকিট না দিলে কাউন্টারে টিকিট বিক্রিকারীদের জীবন নাশের হুমকী দেয়। অবৈধ পন্থায় টিকিট বিক্রি বন্ধের তাগিদেই ১৭ জন টিকিট চোরাকারবারী বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সাধারন যাত্রীদের দাবি ট্রেনে দালাল ও টিকিট চোরাকারবারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া না হলে যাত্রীদের দূভোগ বাড়বে এবং রেলওয়ে কতৃপক্ষ বিপুল পরিমান রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে।

Spread the love