শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালি

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার জেলা মৎস্য অধিদপ্তর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে ‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’ এ স্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর ঘুরে টাংগন নদীর সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান বিভিন্ন জাতের ৩০ কেজি পোনা মাছ নদীতে অবমুক্ত করেন।
এ সময় মৎস্য কর্মকর্তা উপস্থিত চাষিদের বেশকিছু গুরুত্বপূর্ন তথ্য দিয়ে মাছ চাষে উদ্বুদ্ধ হতে বলেন। মাছ অবমুক্ত শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনাতায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তা লতিফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ভুপেশ চন্দ্র মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর প্যানেল মেয়র বাবলুর রহমান প্রমুখ।

Spread the love