শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে টেবিল টেনিস প্রশিক্ষণ শুরু

মো: রবিউল এহসান রিপন,ঠাকুরগাঁও প্রতিনিধি: খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মননশীলতা ও সুস্থ শারীরিক বিকাশের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘সাংস্কৃতিক ও ক্রীড়া’ বিষয়ক কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে টেবিল টেনিস প্রশিক্ষণ।

বুধবার দুপুরে ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে ইকো-পাঠশালা ও কলেজে এ কর্মসুচির উদ্বোধন করেন পিকেএসএফের উপ-ব্যাবস্থাপনা পরিচালক ফজলুল কাদের।

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি সাইদুল হক সাদী, ইএসডি’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মমিনুল বাবু প্রমুখ।

টেবিল টেনিস প্রশিক্ষণে অংশগ্রহন করে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, আর. কে. স্টেট স্কুল ও ইকো পাঠশালা ও কলেজ।

প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুল হতে ৭-১২ বছর বয়সী নূন্যতম ২৫ জন করে বাছাইকৃত মোট ১০০ জন শিক্ষার্থী খেলায় অংশ গ্রহণ করবে। চারটি স্কুলে  ৪ জন কোচ খেলার প্রশিক্ষণ প্রদান করবে।

Spread the love