শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে দুটি ইউনিয়নে ব্রীজ উদ্বোধন

রবিউল এহসান রিপন : ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গড়গড়িয়া ধামের গ্রামের রাসত্মার উপর ও দেবিপুর ইউনিয়নের প্রধান পাড়া ধরধরা ব্রীজের উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার এই দুইটি ব্রীজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি।

 

পরে রাজাগাঁও শাপলা প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা শাহারিয়ার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, রাজাগাঁও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিপেন্দ্র নাথ ঝাঁ, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।

 

বিকালে দেবিপুর ইউনিয়নের ব্রীজ উদ্বোধনের পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যন নুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেবিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল সুলতান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমূখ।

 

উল্লেখ্য, সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গড়গড়িয়া ধামের রাস্তায় উপর ব্রীজটি দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২১ লক্ষ ৮৪ হাজার ৫ শত ৩০ টাকা ব্যয়ে ও দেবিপুর ইউনিয়নের প্রধান পাড়া ধরধরা ব্রীজটি ১৭ লক্ষ ৩ হাজার ৯ শত ৯৫ টাকা ব্যায়ে নির্মান করা হয়।

Spread the love