শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচী’র উদ্যেগে বিউটিফিকেশন বক্স বিতরণ

রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ ও এফ বি,সি,সি,আই এর ব্যবস্থাপনায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় বিউটিফিকেশন প্রশিক্ষন কোর্স শেষে বিউটিফিকেশন বক্স বিতরণ করা হয়েছে।

 

শনিবার বিকালে চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্টিজ’র এর হল রুমে নারী উদ্যোক্তা ও সম্প্রসারণ কর্মসূচির উদ্যেগে ২০ জন বিউটিফিকেশন মহিলা প্রশিক্ষনার্থীদের মাঝে বিউটিফিকেশন বক্স বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, চেম্বারের পরিচালক মামুন উর রশিদ, আনছারুল হক, খলিলুর রহমান, হাসান আলী, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

অনুষ্টানে ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু বলেন, দেশকে স্বনির্ভর করার জন্য প্রশিক্ষনের শেষে প্রশিক্ষনার্থীদের বিউটিফিকেশন বক্স দিয়ে সাহায্য করা হলো যেন তারা তাদের প্রশিক্ষন কাজে লাগাতে পারে। দেশকে এগিয়ে নিতে সরকার সকল প্রকার সহোযোগিতা করার জন্য বদ্ধ পরিকর।

Spread the love