বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে নাশকতা বন্ধে মতবিনিময় ও অগ্নিসংযোগ প্রতিরোধমুলক মহড়া

রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে যানচলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি নাশকতা বন্ধে মতবিনিময় সভা ও অগ্নিসংযোগে প্রতিরোধমুলক মহড়া প্রদর্শন করেছে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও বিজিবি সেক্টর সদর দপ্তর।

 

বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও বিজিবি সদর দপ্তরের কাজিমউদ্দিন মিলনাতায়নে মটর মালিক সমিতির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

ঠাকুরগাঁও বিজিবি সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আকরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, ঠাকুরগাঁও মটর মালিক সমিতি’র সভাপতি হাবিবুর রহমান বাবলু, সাধারন সম্পাদক বেলাল হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত, মনসুর আলী ।

 

এসময় বিজিবির পক্ষ থেকে জানানো হয় সড়কে যানবাহন চলাচলে মালিক ও শ্রমিকদের নিরাপত্তা দেওয়া হবে। কোন প্রকার ভয় না পেয়ে সবধরনের যানবাহন চলানোর আহবানও করা হয় সভায়।

 

পরে সেক্টর মাঠে অগ্নিসংযোগে প্রতিরোধমুলক মহড়া প্রদর্শন করা হয়।

Spread the love