বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও গিরাগাঁও সীমান্তে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তুষার বিন ইউনুস এবং ১৩৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী নন্দ রাম।
পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী ব্যাটালিয়ন কমান্ডারগন সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল প্রকার সীমান্ত অপরাধ দমনে পারস্পারিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার ব্যাপারে একমত হন। বিজিবির পক্ষ থেকে বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশী নিরস্ত্র নাগরিকের উপর গুলিবর্ষন না করার জন্য অনুরোধ করা হলে বিএসএফ কমান্ড্যান্ট গুলি বর্ষন করা হবেনা বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Spread the love