শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও চিনিকলে চাষিদের বিক্ষোভ মিছিল

Thakurঠাকুরগাঁও চিনিকলে আখ বিক্রির ২ মাস অতিবাহিত হলেও  পাওনা টাকা না পেয়ে বকেয়া টাকার দাবীতে ২ শতাধিক চাষি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ডিসি অফিসের সামনে বিক্ষোভ সভা করে  তারা। আজ রোববার দুপুরে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আখ চাষিরা এ কর্মসূচি পালন করে।
ডিসি অফিসের সামনে কৃষকদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় ইক্ষুচাষি সমিতির সভাপতি মোঃ রুহুল আমিন,সাধারন সম্পাদক এসএম আব্দুস সালাম ,সাবেক উপজেলা চেয়ারম্যান ইউনুস আলী, পৌর মেয়র এস এম এ মঈন প্রমুখ। পরে অবিলম্বে বকেয়া টাকা পরিশোধের দাবীতে  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ১১ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। উলে¬খ্য, গত ১৮ মার্চ ঠাকুরগাঁও চিনিকলের  চলতি বছরের মাড়াই মওসুম শেষ হয়। এ বছর কর্তৃপক্ষ আখ চাষিদের নিকট প্রায় ২৮ কোটি টাকার আখ ক্রয় করে।কিন্তু চিনি অবিক্রিত থাকায় চাষীদের পাওনা প্রায় ১১ কোটি টাকা বকেয়া রয়েছে। গত ৩ বছর এ চিনিকলে উৎপাদিত ১৬ হাজার মেঃ টন চিনি এখনো গুদামে অবিক্রিত অবস্থায় পড়ে রয়েছে।

Spread the love