শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও জেলা প্রশাসন কর্মচারীদের কর্মবিরতি পালন

ঠাকুরগাঁও : পদবি পরিবর্তন এবং বেতন বৈষম্য দূর করার দাবিতে ঠাকুরগাঁও জেলা ও উপজেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টা থেকে এ কর্মবিরতি শুরু হয় এবং বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

পূর্নদিবস কর্মবিরতির আগে কর্মচারিরা জেলা প্রশাসন চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক উপেন্দ্র না- বর্মন, জর্জিসুর রহমান প্রমূখ।

বক্তারা ঠাকুরগাঁও জেলা ও উপজেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত সকল তৃতীয় শ্রেণীর কর্মচারীদের দ্রুত পদবি পরিবর্তন করে বেতন বৈষম্য দূর করার দাবি জানান।

উলেস্নখ্য, এর পূর্বে জেলা উপজেলা পর্যায়ের কালেক্টরেট সহকারীরা গত ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত পর্যায়ক্রমে কর্মবিরতি পালন করেন।

 

 

 

Spread the love