শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডাচদের গতিতে ভয় মাসচেরানোর

04 Havierনেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে এক দিক থেকে আর্জেন্টিনাকে পিছিয়ে রাখছেন হাভিয়ের মাসচেরানো। ডাচরা তাদের চেয়ে গতিময় আর শক্তিশালী বলে মনে করেন এই মিডফিল্ডার। আজ বাংলাদেশ সময় রাত ২টায় সেমি-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সাও পাওলোর আরেনা দে সাও পাওলোর এই ম্যাচের আগে একটু যেন চিন্তিত মাসচেরানো। ডাচদের গতির সঙ্গে আর্জেন্টিনার মিডফিল্ডার আর ডিফেন্ডারদের পাল­া দেওয়াটা কঠিন হবে বলেই মনে করেন বার্সেলোনার মিডফিল্ডার। “আমরা তাদের পথ বন্ধ করে দিতে চেষ্টা করব। তাদের দৌড়াতে দেব না। কারণ তারা যখন দৌড়াবে, তখন নি:সন্দেহে আমাদের চেয়ে গতিশীল আর শক্তিশালী হবে। “নেদারল্যান্ডসকে দমিয়ে রাখার একটি উপায়ের কথাও বলেন মাসচেরানো। গতি আর শক্তিতে কুলিয়ে উঠতে না পারলেও সেটি কাজে আসবে বলেই বিশ্বাস তার। “আমাদের বল ধরে রাখতে হবে। খেলা নিয়ন্ত্রণ করতে হবে এবং আক্রমণের জন্য সঠিক মুহূর্ত খুঁজে নিতে হবে। বেলজিয়ামের বিপক্ষেও আমরা এটাই করেছি। ” ডিফেন্ডার হোসে মারিয়া বাসান্তা মনে করেন আসন্ন ম্যাচটি এই বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় পরীক্ষা।

Spread the love