মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টা

Reporter Shaedএবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির

(ডিআরইউ) সভাপতি ও দৈনিক সমকাল

পত্রিকার নগর সম্পাদক শাহেদ চৌধুরীকে

অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে

দুর্বৃত্তরা। আজ রববার সন্ধ্যা ৬টার দিকে এ

ঘটনা ঘটে। তিনি জানান, রাজধানীর বিজয়

সরণির মোড়ে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ঘটনাটি

জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, আজ রবিবার সন্ধ্যা ৬টার

দিকে তিনি ডিআরইউ থেকে মাইক্রোবাসে

গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম

খালেদা জিয়ার ইফতার পার্টিতে যাচ্ছিলেন।

গাড়িটি বিজয় সরণি মোড়ে সিগন্যালে

আটকা পড়ে। সিগন্যাল ছাড়ার সাথে সাথেই

সাদা রঙের একটি কার শাহেদ চৌধুরীকে

বহনকারী মাইক্রোবাসটির গতিরোধ করে।

এ সময় গাড়ি থেকে ২ যুবক নেমে

মাইক্রোবাসের দরজা খুলে শাহেদ চৌধুরীকে

টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করেন। এ সময়

মারাত্মক ধস্তাধস্তি হয়। সিনিয়র এ সংবাদিক

জানান, ২ যুবক জোর করে তাকে তাদের

গাড়িতে তোলার চেষ্টা করেন। এ সময়

লোকজন জড়ো হলে যুবকরা গাড়ি নিয়ে

পালিয়ে যান।

অপহরণকারীরা চলে যাওয়ার সময় শাহেদ

চৌধুরীকে হুমকি দিয়ে বলেন, এবার বেঁচে

গেলি, দেখি তুই ঢাকায় কীভাবে বেঁচে

থাকিস। ধস্তাধস্তিতে হাতে আঘাতও

পেয়েছেন শাহেদ চৌধুরী। প্রসঙ্গত আজ

গুলশানের হোটেল ওয়েস্টিনে দেশের

গণমাধ্যমের সম্পাদকদের সম্মানে এ ইফতার

পার্টির আয়োজন করেছিলেন বিএনপি

চেয়ারপারসন।

 

 

 

Spread the love