শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিমলার তিস্তার চরাঞ্চলে ব্যাপক জমিতে ভুট্টার চাষ \ বাম্পার ফলনের সম্ভবনা

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় এ বছর ভুট্টার বাম্পার ফলনের আশায় কৃষকরা রাতিদন কাজ করে যাচ্ছেন৷ চরাঞ্চলসহ উপজেলার ব্যাপক এলাকা জুড়ে আবাদ করা হয়েছে ভুট্টার৷ তিস্তা নদীর বিভিন্ন চর ছাড়াও উপজেলার পুর্ব খড়িবাড়ী, পশ্চিম খড়িবাড়ী, দোহলপাড়া, সুন্দরখাতা, ঝুনাগাছ চাপানি, খালিশা চাপানিতে ব্যাপক ভাবে ভুট্টার আবাদ করা হয়েছে৷ আবহাওয়া অনুকুলে থাকলে ভুট্টার বাম্পার ফলনের আশা প্রকাশ করছে কৃষি বিভাগ৷ উপজেলা কৃষি অফিস সুত্রে জানায়, চলতি মৌসুমে ৫হাজার ৬শ হেক্টরের ভুট্টার আবাদের লক্ষমাত্রা নিধারন করা হলেও আবাদ হয়েছে ৬ হাজার ৫১৫ হেক্টর জমিতে৷ উপজেলার মোট জমি ২১ হাজার হেক্টর জমির মধ্যে ৩ ভাগের একভাগ জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে৷ যার লক্ষমাত্রা ধরা হয়েছে ৩৭ হাজার ৫৩০ মেক্টিক টন৷ বর্তমানে বাজারে নতুন ভুট্টা আসতে শুরু করেছে ও প্রতিমন ভুট্টা বাজারে ৬৫০ থেকে ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে৷ অন্য বছরের তুলনায় আবহাওয়া অনুকুলে থাকার কারনে এ বছর ভুট্টার আবাদে কোন পোকার আক্রমন না থাকায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন৷ ভুট্টার মৌসুমে কৃষি অফিসের কর্মকর্তারা সার্বক্ষনিক মাঠে থেকে কৃষকের সাথে মতবিনিময় করেছেন৷ বাইশ পুকুর গ্রামের কৃষক আব্দুর সালাম (৩০) জানান, এবার সে ৮বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন৷ তিনি ভুট্টার বাম্পার ফলন আশা করছেন৷ শীতের কারনে জমিতে পানি কম দিতে হয়েছে৷ বাজারে ব্যাপক ভাবে সার পাওয়া কারনে ভুট্টা আবাদে সমস্যা হয়নি৷ সবকিছু ঠিক থাকলে এবার প্রতি বিঘা জমিতে ৩০৩২ মণ হারে, এমনকি তারও বেশী ফসল ঘরে তুলতে পারবেন বলে তিনি জানান৷ একই গ্রামের মফিজার রহমান (৩২) জানায়, ভুট্টার জমিতে শীতকালীন সবজি চাষে বাড়তি খরচ না হওয়ায় কথা৷ পূর্ব খড়িবাড়ী গ্রামের কৃষক সফিকুল ইসলাম (৩৫) জানান, তিস্তার নদীতে বন্যার সময় পলি আসে, পলিতে সার কম প্রয়োগ করেও ভাল ফসল তুলতে পারবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন৷ প্রতি বিঘা জমিতে ভুট্টা আবাদ করতে ৩ হাজার থেকে ৩হাজার ২শ টাকা খরচ হছে৷ ডিমলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানায়, ভুট্টা চাষের সময় কৃষকদের জমিতে ব্যাপক ভাবে ইউরিয়া সার প্রয়োগ করতে হয়৷ চলতি মৌসুমে শীতের কারনে চাষীদের সেচ কম দেয়ায় খরচ কম হবে৷ তিনি তিস্তার চরাঞ্চলসহ ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন৷                                                                                                                                        

 

Spread the love