শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিমলায় তিস্তা বাচাঁও, নদী বাচাঁও দাবিতে জনসভা অনুষ্ঠিত।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় পূর্ব ছাতনাই হাই স্কুল মাঠে স্থানীয় ওর্য়াকার্স পার্টির আয়োজনে গত শুক্রবার বিকেলে ডিমলায় তিস্তা বাচাঁও, নদী বাচাঁও দাবিতে গোলাম মোস্তফার সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, আহবায়ক, প্রস্তুতি কমিটি, রংপুর। বিশেষ অতিথি অধ্যাপক নূর মোহাম্মদ খাঁন, কেন্দ্রী নেতা, ওর্য়াকার্স পার্টি। আরও উপস্থিত ছিলেন মোজাফ্ফর রহমান বাবলু, সাধারন সম্পাদক, নীলফামারী। হাফিজার রহমান, সদস্য, জেলা কমিটি। ডাঃ ননীগোপাল সিংহ রায়, সদস্য, জেলা কমিটি। মহুবর রহমান, সদস্য, জেলা কমিটি এবং স্থানীয় নেতৃবৃন্দ । সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন ছিট মহল চুক্তির মত ভারতের সাথে বন্ধুসম সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দ্রূত তিস্তা চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। সেচের পানি সংকটে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ কৃষি ও কৃষকদের পূনবাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নদ-নদীর দু ধারে সবুজ বেষ্টনি গড়তে বনায়ন কর্মসূচী গ্রহণ করতে হবে। নদ-নদী খাল বিল জলাধার ও জলাশয় বাঁচাতে সরকারী, বে-সরকারী, সিভিল সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সভায় বিভিন্ন স্থরের জনগন উপস্থিত ছিলেন।

Spread the love