শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে ‘‘একটি বাড়ী একটি খামার’’প্রকল্পে সম্মানী ভাতা প্রদানে অতিরিক্ত টাকা কেটে নেয়ার অভিযোগ

ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় ‘‘একটি বাড়ী একটি খামার’’প্রকল্পের ৫৪ সমিতির সভাপতি ও ম্যানেজারের সম্মানী ভাতা প্রদানে অতিরিক্ত টাকা কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ১০ জুলাই সমিতির ২৮জন সভাপতি ও ম্যানেজারদের সাক্ষরিত লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নে ‘‘একটি বাড়ী একটি খামার’’প্রকল্পের ৯০টি সমিতি রয়েছে। সমিতির সভাপতি ও ম্যানেজারদের প্রতি মাসে ৬শত টাকা করে সম্মানী ভাতা দেয়া হয়। গত মার্চ মাসে ৫৪ সমিতির মধ্যে ২৭ সমিতির ৪মাসের এবং অপর ২৭ সমিতির ৩মাসের বকেয়া সম্মানীভাতা সর্বমোট ২লাখ ২৮হাজার টাকা ১শত ৪জন সভাপতি ও ম্যানেজারের মধ্যে বিতরন করা হয়। টাকা বিতরনের সময় আয়কর বাবদ ১০% ভ্যাট কর্তনসহ ৫৪ জনকে ২৪শত টাকার স্থলে ২১শত টাকা ও অবশিষ্ট ৫৪ জনকে ১৮শত টাকার স্থলে সাড়ে পনেরো শত টাকা দেয়া হয়। অতিরিক্ত টাকা ফেরতের জন্য গত ১০ জুলাই ২৮জন সভাপতি ও ম্যানেজার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন।এ ব্যাপারে ‘‘একটি বাড়ী একটি খামার’প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা খোরশেদ আলম মিলন ৩শত টাকার স্থলে ২শত ৮০টাকা এবং আড়াই শত টাকার স্থলে ২শত ৪০টা করে কেটে নেয়ার কথা স্বীকার করে বলেন, লোটারীর টিকেট, মন্দির,মসজিদসহ আনুষাঙ্গিক খরচের জন্য অতিরিক্ত টাকা নেয়া হয়েছে।

Spread the love