শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে জাতীয় শোকদিবস পালিত

হরিদাস রায় -ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ -স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকীতে ডোমার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় শোক দিবস “২০১৬” বিভিন্ন কর্মসূচী মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিবসটি পালনে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনর্মিতভাবে উত্তোলন, সকাল ১০টায় শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার হতে শুরু হয়ে একটি শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। সকাল ১০টা ৩০মিনিটে মুক্তিযুদ্ধের উপর চিত্রাংকন প্রতিযোগীতা ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল,সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ,কাউন্সিলর এনায়েত হোসেন নয়ন,আবু সুফিয়ান লেবু প্রমূখ। বাদ যোহর সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অপর দিকে ডাকবাংলো মাঠে পৌর আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্দোগে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক। এতে বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন আহমেদ মিল্টন,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রিমুন, শ্রমিকলীগ সভাপতি আব্দুল ওয়াদুদ, ছাত্রলীগ সভাপতি ওয়াসিব আহমেদ সোহাগ, সাধারন সম্পাদক মাসুম আহমেদ,কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল রিমুন,ওসি আহমেদ রাজিউর রহমান ও আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মঞ্জিলুর রহমান মন্জু, স্বেচ্ছাসেবকলীগ বোড়াগাড়ী ইউনিয়ন সাধারন সম্পাদক হরিদাস রায় প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চলনা করেন স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুম। এ ছাড়াও হরিনচড়া ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, হরিনচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহম্মেদ আলী, ইউপি সদস্য মরিুজ্জামান বাদল,একটি বাড়ী একটি খামার প্রকল্পের হরিনচড়া ফিল্ড কর্মী বিপ্লব রায়,সাংবাদিক জাকির হোসেন চৌধুরী প্রমূখ। বোড়াগাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম স্কুলের উদ্দোগে স্কুল মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. আব্দুর রউফ মন্ডল। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা, প্রধান শিক্ষক আরিফা শেখ আশা, সহকারী শিক্ষক আনজারুল হক প্রমূখ। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগীতা করেন অটিজম রিসার্স সেন্টারের চেয়ারম্যান আরিফুর রহমান রিপন। উপজেলায় জাতীয় কর্মসূচীর আলোকে সকল শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবস  পালন করা হয়।

Spread the love