শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডোমারে পেট্রোল পাম্পে তেল কিনতে যাওয়া মানুষের উপচে পড়া ভীড়

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ সারা বাংলাদেশে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা প্রকাশিত হওয়ার সাথে সাথে ডোমার উপজেলার পেট্রোল পাম্প গুলোতে উপচে পড়া মানুষের ভীড় জমেছে। এমতাবস্থায় রাত ১০টা থেকে পাম্প গুলোতে তেল কিনতে উপচে পড়া মানুষের ভীড় লক্ষ্য করার মতো। কারণ রাত ১২টার পর থেকে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে জ্বালানি তেল। তাই রাত ১২টার আগেই তেল কিনতে পাম্প গুলোতে হাজার হাজার মানুষের সমাগম দৃষ্টান্ত স্থাপন করেছে।  শুক্রবার ৫ আগষ্ট সরকার ঘোষিত পূর্বের দামের চেয়ে বর্তমান নতুন করে জ্বালানি তেলের দাম রাত ১২টার পর কার্যকর হওয়ার ঘোষণায় পাম্প গুলোতে তেল কিনতে হাজার হাজার মানুষের ভীড় জমেছে। নতুন দাম নির্ধারণ হওয়ায় প্রতি লিটারে ডিজেল এবং কেরোসিনে বেড়েছে ৩৪ টাকা পেট্রোলে বেড়েছে ৪৪ টাকা এবং অকটেনে বেড়েছে ৪৬ টাকা। এছাড়াও পেট্রোল প্রতি লিটার পূর্বের দাম ছিল ৮৬ টাকা রাত ১২টার পর থেকে নতুন মূল্যে বিক্রি হবে প্রতি লিটার ১শত ৩০ টাকা, ডিজেল পূর্বের দাম ছিল ৮০ টাকা বর্তমান নির্ধারিত মূল্য ১শত ১৪ টাকা। কেরোসিন পূর্বের দাম ছিল ৮০ টাকা বর্তমানে নির্ধারিত হয়েছে ১শত ১৪ টাকা অকটেন পূর্বের দাম ছিল ৮৯ টাকা এখন দাম বেড়ে হয়েছে ১শত ৩৫ টাকা।
উপজেলার আমিনা ফিলিং স্টেশন এবং ডোমার ফিলিং স্টেশন পাম্পে তেল কিনতে আসা অনেকের মধ্যে জসিয়ার, মসলেম, শাহিনুর, রফিক, জব্বার, মকলেছুরসহ নাম না জানা অনেকেই জানায়, হঠাৎ করে জ্বালানি তেলের দাম এতোটা বৃদ্ধি হওয়ার বিষয়টিকে তারা সহজ ভাবে মেনে নিতে পারছেনা। তাদের কথা অস্বাভাবিক হারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ায় তারা মনে করছে বাংলাদেশ সরকারের বড় সাফল্য পদ্মা সেতু নির্মাণের দায়ভার আমাদের মতো সাধারণ জনগণের কাঁধে চাপিয়ে দিচ্ছে, এমন প্রশ্ন এখন সকলের মুখে মুখে।এবিষয়ে কথা হয় বাস পরিবহন মালিক এবাদত হোসেনের সাথে তিনি জানিয়েছেন সরকার পরিবহনের মূল্য নির্ধারণ না করে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করাটা মোটেই ভালো হয়নি। সরেজমিনে দেখা গেছে আজকে থেকে নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারন হওয়ায় সড়কে গাড়ি চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। একদিকে তেলের মূল্য বৃদ্ধি অপরদিকে ভাড়াও কোন কোন ক্ষেত্রে দ্বিগুণের চেয়েও বেশি ভাড়া আদায় করছেন। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

Spread the love