শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডোমারে বঙ্গবন্ধু বালক (অনুর্ধ-১৭)ও বঙ্গমাতা বালিকা(অনুর্ধ-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন।

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>> যুব ও ক্রিড়া মন্ত্রনালয় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধিনে সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ১৭) এর শুভ উদ্বোধন ঘোষনা করেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।
মঙ্গলবার (১লা জুন) সকাল ১১টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে , উপজেলা প্রশাসনের আয়োজনে,আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ এবং বঙ্গবন্ধুর লোগো যুক্ত পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম । একই সঙ্গে পৌরসভা সহ ১০টি ইউনিয়ন চেয়ারম্যানগন নিজ নিজ ইউনিয়নের পতাকা উত্তোলন করেন।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু প্রমুখ ।
উদ্বোধনী খেলায় ডোমার পৌরসভা বনাম সোনারায় ইউনিয়ন একে অপরের প্রতিদ্বন্দিতা করেন। ডোমার পৌরসভার পক্ষে ৯ নং জার্সি পরিহিত খেলোয়ার সায়েম ০২টি গোল করে সোনারায় ইউনিয়নকে পরাজিত করে। উক্ত খেলায় রেফারী হিসেবে দ্বায়িত্ব পালন করেন কবির হোসেন, সহকারী রেফারীর দ্বায়িত্বে ছিলেন জীবন ও মোহাব্বত। এবং চতুর্থ রেফারীর হিসাবে জিয়াবুল আলম ফারুক ।
এসময় অন্ন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ,বেগম রৌশন কানিজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,ডোমার পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী, সহকারী কমিশনার (ভুমি) মনোয়ার হোসেন, নির্বাচন কমিশনার আব্দুর রহিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান ও ডোমার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়।

Spread the love