বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডোমারে বিআরডিবির কর্তৃক বাস্তবায়নাধীন অপ্রধান শস্য প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে আদার বীজ বিতরণ

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়নাধীন অপ্রধান শস্য প্রকল্পের আওতায় সুবিধা ভোগীদের মাঝে আদার বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৯ই জুন) সকাল ১১টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবির) আয়োজনে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাত করণ কর্মসূচীর আওতায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) কর্মকর্তা রাকিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আদার বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমুখ। উক্ত প্রকল্পের আওতায় ভূজারী পাড়া অপ্রধান শস্য দলের প্রান্তিক কৃষকদের মধ্যে ১৪ জন এবং ছোট রাউতা ময়দান পাড়া অপ্রধান শস্য দলের প্রান্তিক কৃষকদের মধ্যে ১০ জন সহ মোট ২৪জন প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি করে আদার বীজ বিতরণ করা হয়েছে। 

Spread the love