শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজধানীতে বীরগঞ্জ সমিতির বৈশাখী আয়োজন

সাহাদত হোসেন, ঢাকা থেকে : প্রতি বছরের ধারাবাহিকতায় আবহমান বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখ উদযাপনে ব্যাপক আয়োজন করেছে ঢাকাস্থ বীগঞ্জ সমিতি।

এবারে আয়োজন বিষয়ে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের কারণে অনেককে বিষয়টি এখন পর্যন্ত অবহিত করা সম্ভব হয়নি। কিন্তু তারপরেও আয়োজনে সবাই আসুক আমরা মনে-প্রাণে সেটাই চাই বীরগঞ্জ সমিতি।

এমনটি জানিয়ে ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির সভাপতি মো: আনোয়ার পারভেজ বলেন, সময় স্বল্পতার কারণে সাক্ষাৎ করে আমন্ত্রণ জানানো সত্যিই অসম্ভব। এমন অনেকে আছে যাদের মোবাইল নম্বরও সংগ্রহে নেই। বৈশাখী মেলা বীরগঞ্জ সমিতি, ঢাকা এর উদ্যোগে সার্বজনীন।বীরগঞ্জ এর যারা ঢাকায় বাস করে অথবা সাময়িক সময়ের জন্য এসেছে তাদের সকলের অংশগ্রহণ সম্যকভাবে প্রত্যাশিত । আমন্ত্রণ পাওয়া অথবা না পাওয়ায় কি যায় আসে?  বীরগঞ্জ আমার এবং আমাদের। বীরগঞ্জ এর সকল সার্বজনীন আয়োজনে আমার অধিকারও সমানভাবে বিবেচ্য । এই অনুভূতি নিয়ে সকলে উপস্থিত থাকবেন বলে আমরা আশা করি।আপনাদের উপস্থিতি পুরো আয়োজনকে আলোকিত করবে। আলোকিত হবে  ঢাকার বুকে এক খন্ড বীরগঞ্জ এমনটাই প্রত্যাশা করছি।

Spread the love