শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির উদ্যোগে বৈশাখী মেলা।শেকড়ের টানে বৈশাখীর উচ্ছ্বাস

Biঢাকা থেকে ওয়ারিস উল ইসলাম ওলি : শেকড়ের টানে বৈশাখী আনন্দের উচ্ছ্বাসে মেতে উঠেছিল রাজধানী ঢাকায় বসবাসরত বীরগঞ্জ উপজেলা মানুষগুলি। ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উৎসব মিলন মেলায় পরিণত হয়েছিল ঢাকার মোহাম্মদপুর ইকবাল রোড। অনেক দিন পর একত্রে বীরগঞ্জের মানুষগুলি মেতে উঠে সুখ-দুঃখের খোশ গল্পে। উৎসবে আমেজ ছড়িয়ে পড়ে নুতন কিছু সৃষ্টির বার্তায়।

বীরগঞ্জ সমিতির প্রচেষ্টা আর কঠোর পরিশ্রমের মধ্যদিয়ে মুক্ত আকাশে পাখা পায়রা উড়িয়ে দিয়ে বৈশাখী মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন  বীরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক জয়ন্ত ঘোষ । এরপর মেলা উপলক্ষে বৈশাখী সাহিত্য পত্রিকা ‘‘সিংড়া শালবন’’ এর মোড়ক উন্মোচন করেন শ্রদ্ধেয় শিক্ষক জয়ন্ত ঘোষ এবং বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা।

বীরগঞ্জ সমিতির সভাপতি মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে মেলায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন বীরগঞ্জ সমিতির উপদেষ্টা মোঃ রেওয়ানুল হক রেজা, ড. মামুনুর রশিদ, লে. কর্ণেল এ টি এম এ মতিন পিএসসি (অবঃ), মোঃ ইয়াকুব আলী বাবুল, ড. সাইফুল ইসলাম, মোঃ নাজমূল ইসলাম, মোছা. মনোয়ারা বেগম মালা, সেলিনা আকতার মিরা, নিলুফার ইয়াসমিন রিক্তা, মোঃ আনোয়ার হোসেন, সর্দার মোঃ আব্দুল হাকিম প্রমুখ ।

বীরগঞ্জ হতে মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন শ্রদ্ধেয় শিক্ষক জয়ন্ত ঘোষ, এ্যাড. নুরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোঃ মনোয়ার হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নুরিয়াস সাঈদ সরকার, সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।  সমিতির পক্ষে সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি সফিউল ইসলাম জুয়েল সহ-সভাপতি মোঃ ওবায়দুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক সারওয়ার মোরশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসাইন, কোষাধ্যক্ষ নুরুল হক বাবু, সহ-কোষাধ্যক্ষ মোরশেদ আলম, দপ্তর সম্পাদক চহির উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক ওয়ারিস উল ইসলাম ওলি, সাংস্কৃতিক সম্পাদক রহিমুল হক, সমিতির নির্বাহী সদস্য মাকছুদা আকতার নার্গিস, ফারুক ই আজম, তুহিন মাহমুদ, তন্ময় সরকার তনু, জুবায়ের, ফজলে রাববী, আসাদ, টিটন, হীরা, জহি জহুরুল, অভি,ডালিম, মানিক, ওসমান, সাকিব, দিপু, রাববী প্রমুখ। এ সময় ঢাকায় অবস্থানরত বীরগঞ্জ উপজেলার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা গান কৌতুক পরিবেশন করেন। শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা এবং সব শেষে পুরুষ্কার বিতরণ ও লটারী ড্র অনুষ্ঠিত হয়েছে।

মেলায় পান্তা ইলিশের পাশাপাশি দিনাজপুরের ঐতিহ্যবাহী পন্যের দোকানে ক্রেতা বেশ ভিড় ছিল লক্ষনীয়।

Spread the love