শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তথ্য প্রযুক্তিতে দক্ষ জন শক্তি গড়ে তুলতে হবে- তথ্য প্রযুক্তি প্রতি মন্ত্রী -জুনায়েদ আহমেদ পলক

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে, শিক্ষা দান পদ্ধতি সহজ করতে মাল্টি মিডিয়া ক্লাস চালু করা হয়েছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ ২০২১ সালে দরিদ্র মুক্ত বাংলাদেশ এবং ৪১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত করতে প্রযুক্তির বিকল্প নেই, তাই সরকার শিক্ষা সহ সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তিতে দক্ষ জন শক্তি গড়ে তুলতে বিভিন্ন মুখী প্দক্ষেপ বাস্তবায়ন করে চলছে৷ প্রতিমন্ত্রী গতকাল বুধবার সকালে পঞ্চগড়ের বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে চ্যানেল আই আয়োজিত শিক্ষা বাজেট বিষয়ক ছাত্র শিক্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷ সুধী সমাবেশে পঞ্চগড়২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল প্রমুখ বক্তব্য রাখেন৷ এ সময় শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আওয়ামীলীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন৷

Spread the love