শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তারাগঞ্জে সরকারীভাবে স্থাপিত হতে যাচ্ছে কালেক্টরেট কবরস্থান

সুমন আহমেদ,তারাগঞ্জ প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে সরকারীভাবে স্থাপন করা হচ্ছে কবরস্থান। উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলী গ্রামের পশ্চিম পাড়ায় ১ একর ৭২ শতাংশ জমির উপর স্থাপন হবে এই কবর স্থান। প্রস্তাবিত এই কবর স্থানটির নাম রাখা হয়েছে তারাগঞ্জ কালেক্টরেট কবরস্থান।
জানা যায়, ঘনিরামপুর বেলতলী গ্রামে অবস্থিত সুপ্রীম সীড ফার্ম এ্যাগ্রো লিমিটেড নামের একটি কোম্পানী বেলতলী গ্রামের বিভিন্ন পর্যায়ের কৃষকদের অনাবাদী ১ একর ৭২ শতাংশ জমি ক্রয় করে কবরস্থান ও ঈদগাহ্ মাঠ করার সরকারকে দানপত্র করেন। কিছু জমির দানপত্র কাজ শেষ হলেও কিছু জমির দানপত্রের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বৃহস্পতিবার সরকারের পক্ষে রংপুর জেলা প্রশাসকের নির্দেশে ওই স্থানটি পরিদর্শন করেন উপজেলা প্রশাসন। স্থানীয় প্রশাসনের পরিদর্শন উপলক্ষ্যে নির্দিষ্ট জায়গায় সুপ্রীম সীড ফার্মের আয়োজনে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। পরিদর্শনকালে ইউএনও মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার আরজু আরা বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমীন, সুপ্রীম সীড ফার্মের এমডি এইচ এম হুমায়ন কবীর, ন্যাশনাল মার্কেটিং ম্যানেজার কৃষিবিদ আবু তাহের, সুপ্রীম সীড ফার্ম লিঃ এর চেয়ারম্যান কৃষিবিদ মাসুম, ভাইস চেয়ারম্যান মকফর উদ্দিন আকন্দ, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়, আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, সয়ার ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট, তারাগঞ্জ প্রেসক্লাব সভাপতি খবির উদ্দিন প্রামাণিক প্রমুখ।

Spread the love