শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধসহ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে স্যানেটারী ন্যাপকিন বিতরণ

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে ছাত্রীদের মাঝে স্যানেটারী ন্যাপকিন বিতরণ কারা হয়েছে। 
সোমবার (২৭ জুন) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের সেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যােগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে এসময় শিক্ষার্থীদের বাল্যবিবাহের বিষয়ে সুফল ও কুফলসহ বিভিন্ন দিক নির্দেশাসহ সচেতনতামূলক ও উপদেশমূলক আলোচনা করা হয়। পরে বিদ্যালয়ের ৬শতাধিক ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানেটারী ন্যাপকিন বিতরনসহ তাদের বিভিন্ন সমস্যা বিষয়ে পরামর্শ দেন চিকিৎসকরা। এদিকে প্রান্তিক এ এলাকার ছাত্রী শিক্ষার্থীরা প্রথম বারের মতো এমন উপহার পেয়ে খুশি।  
শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কবির আকন্দ জানান, দীর্ঘ ১২ বছর ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছে আমাদের শিশুস্বর্গ ফাউন্ডেশন। এরি ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন উপদেশ মূলক আলোচনা সভা ও তাদের মাঝে সেনিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এর আগেও ৬শতাধিক স্কুল ছাত্রীর মাঝে স্যানেটারী ন্যাপকিন বিতরণ করেছি আমরা। আমাদের এই উদ্যােগ অব্যাহত থাকবে।

সচেতনতামূলক আলোচনা সভায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী আনিছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কবির আকন্দ, সিপাইপাড়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আজিমুল হক, এসিআই গ্রুপের পঞ্চগড় এরিয়া ম্যানেজার সৈয়দ রাশেদুল ইসলাম প্রমুখ। 

Spread the love