শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় উজান থেকে ধেয়ে আসা পানির ঢলে নিন্মাঞ্চল প্লাবিত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ  তেঁতুলিয়া উপজেলার মহানন্দা, ডাহুক, বেরং, গবরা, ভেরসা ও করতোয়া নদী দিয়ে ভারতের উজান থেকে ধেয়ে আসা পানির ঢলে তেঁতুলিয়ার নিন্মাঞ্চলে প্লাবিত  হয়েছে। কয়েক সপ্তাহ ধরে একটানা বৃষ্টিতে নদী ও খাল বিলে পানি বৃদ্ধির কারণে বাংলাবান্ধা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া, ফুটকীবাড়ি, দক্ষিণ কাশিমগঞ্জ ও জামাদার গছ, ভক্তিডাঙ্গি, ২নং তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া, পিঠাখাওয়া, ইসলামপুর, দরগাসিং, ধামনাগছ, বাবুয়ানীজোত, ইসলামপুর, ৩নং তেঁতুলিয়া ইউনিয়নের ভাদ্রুবাড়ি, পোড়াবাড়ি, রণচন্ডি, বুড়িমুটকী ও সরকারিপাড়া গ্রামের ঘরবাড়িতে পানি উঠেছে। এছাড়া ভারি বর্ষণ ও করতোয়া নদীর পানি বৃদ্ধিতে ভজনপুর কলেজপাড়া সহ আশপাশের নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। এদিকে মহানন্দা নদীর পাহাড়ী ঢলের পানি বসত বাড়িতে ঢুকে পড়ায় খোরস্রোতে বাংলবান্ধা, তিরনইহাট ও তেঁতুলিয়া সদর ইউনিয়নের বেশ কিছু গ্রামের চলাচলের রাস্তা-ঘাট ভেঙ্গে গেছে। মহানন্দা নদীর পাশ্ববর্তী গ্রাম ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় সহস্রাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। ফলে পানি বন্দি পরিবার গুলোর মাঝে  বিশুদ্ধ খাবার পানি ও শুকনা খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস সূত্রে জানা যায় গত সোমবার বিকাল ৩ ঘটিকা থেকে মঙ্গলবার ৩ ঘটিকা পর্যন্ত ১৭২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল জানান-সরেজমিন বন্যা পরিস্থিতি দেখে এসে বন্যা কবলিত পরিবারের মাঝে প্রাথমিক ভাবে মুড়ি, চূড়া ও চিনি গুড় বিতরণ করা হয়েছে। এছাড়া  দুই হাজার পরিবারের তালিকা করে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবরে সাহায্যের জন্য চাহিদাপত্র দেয়া হয়েছে।

Spread the love