শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় মহানন্দা নদীর পানি ঢুকে নিন্মাঞ্চল প্লাবিত

এম.এ. বাসেত, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ  ভারতের ফুলবাড়ি নামক স্থানে মহানন্দা নদীর উপর নির্মিত স্লুইচ গেট খুলে দেয়ায় তেঁতুলিয়ার নিন্মাঞ্চলে পানি ঢুকে প্লাবিত  হয়েছে। গত সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি ও উজান থেকে নদীর বাঁধের গেট খুলে দেয়ায় পাহাড়ি ঢলে বাংলাবান্ধা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া, দক্ষিণ কাশিমগঞ্জ ও জামাদার গছ এবং ২নং তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া, ইসলামপুর, দরগাসিং ও কাশিবাড়ি এবং ৩নং তেঁতুলিয়া ইউনিয়নের গোয়াবাড়ি, ভাদ্রুবাড়ি, রণচন্ডি, বুড়িমুটকী ও সরকারিপাড়া গ্রামের ঘরবাড়িতে পানি উঠেছে। এছাড়া ভারি বর্ষণের কারণে তেঁতুলিয়ার অন্যান্য ইউনিয়নের নিন্মাঞ্চলের গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। এদিকে মহানন্দা নদীর পাহাড়ী ঢলের পানি বসত বাড়িতে ঢুকে পড়ায় খোর¯্রােতে বাংলবান্ধা, তিরনইহাট ও তেঁতুলিয়া সদর ইউনিয়নের বেশ কিছু গ্রামের চলাচলের রাস্তা-ঘাট ভেঙ্গে গেছে। এছাড়া অনেকের বসত বাড়ি ঘরে বেড়া ও বিভিন্ন ফসলের গাছ ও পুকুরের মাছ নদীর ¯্রােতে ভেসে গেছে। মহানন্দা নদীর পাশ্ববর্তী গ্রাম ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় সহ¯্রাধিক পরিবার পানি বন্দি হয়ে হয়েছে। ফলে পানি বন্দি পরিবার গুলোর মাঝে খাবার বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।

সোমবার ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনিছুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল সরেজমিন বন্যা পরিস্থিতি দেখে এসে বন্যা কবলিত প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে প্রাথমিক ত্রাণ হিসেবে মুড়ি, চূড়া ও চিনি গুড় বিতরণ করেছেন।

Spread the love