শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তেতুলিয়ায় পিকেএসএফ ও আরডিআরএস’র যৌথ উদ্যোগে মুক্তিযোদ্ধা ও ভিক্ষুকদের মাঝে অর্থ সহায়তা প্রদান

এম.এ.বাসেত, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পিকেএসএফ ও আরডিআরএস’র যৌথ উদ্যোগে তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে দরিদ্র অসহায় মুক্তিযোদ্ধা ও ভিক্ষুকদের মাঝে এককালীন অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গত  শনিবার দুপুরে ভজনপুর আরডিআরএস বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কর্মসূচী অফিস প্রাঙ্গণে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় আরডিআরএস বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মুক্তিযোদ্ধা ও ভিক্ষুকদের মাঝে এই সহায়তার চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আরডিআরএস-বাংলাদেশ রংপুরের ক্ষুদ্র ঋণ প্রধান মো. হুমায়ুন কবির, আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড়ের কর্মসূচী সমন্বয়কারী রেজাউল করিম, আরডিআরএসের এলাকা ব্যবস্থাপক (ক্ষুদ্র ঋণ) সেকেন্দার আলী ও সমৃদ্ধি প্রোগ্রামের ইউনিয়ন সমন্বয়কারী কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী প্রমুখ। পরে অতিথিবৃন্দ ১৫ জন দরিদ্র মুক্তিযোদ্ধাকে ১ লাখ টাকা করে এককালীন অর্থ সহায়তা ও ২ লক্ষ টাকার সম্পদ ২ জন ভিক্ষুককে বিতরণ করেন।

Spread the love