শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহত ৩০

Thailandইন্টারন্যাশনাল ডেস্ক: থাইল্যান্ডের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত ও আরো ২০ জনের বেশি আহত হয়েছে। বাসটি একটি পার্বত্য রাসত্মা দিয়ে যাওয়ার সময় গিরিখাতে পড়ে যাওয়ায় এ মর্মামিত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। এএফপি’র খবরে বলা হয়, মায়ানমার সীমামত্মবর্তী থাইল্যান্ডের তাক প্রদেশে সোমবার স্থানীয় সময় রাত আটটা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় তাক প্রদেশের গভনর্র সুরিয়া প্রসার্তবান্দিদ বলেন, ‘এ দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এদের মধ্যে নয়জন পুরুষ ২১ জন নারী।’

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনায় বাসটি একেবারে দুমড়েমুচড়ে গেছে। বাসটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এটি তুলতে ভারী যন্ত্রের জন্য অপেক্ষা করা হচ্ছে।’ তিনি জানান, গত বছর একই রাসত্মায় তিন শতাধিক দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাসত্মাগুলোর মধ্যে থাইল্যান্ডের রাসত্মা অন্যতম। এ কারণে দেশটি প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

Spread the love