বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৫

Sauth Koryaদক্ষিণ কোরিয়ার গয়াংজু’ নগরীর আবাসিক এলাকায় একটি বিদ্যালয়ের কাছে আজ বৃহস্পতিবার দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছে। তারা সকলেই ওই হেলিকপ্টারের আরোহী ছিল। টেলিভিশনের ভিডিও ফুটেজে একটি প্রধান ফুটেজে পাশে হেলিকপ্টারটির ধ্বংসারশেষে আগুন জ্বলতে দেখা যায়। সরকারি কর্মকতারা একথা জানান। এ ঘটনায় সেখানের কোন বাসিন্দার নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বেলা ১১টার কিছু আগে বিধ্বস্ত হওয়া এ হেলিকপ্টারের উড়ে আসা ধ্বংসাবশেষের আঘাতে উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছে।
বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে গণমাধ্যমে জানা যায়, গত এপ্রিলে দক্ষিণাঞ্চলীয় উপকূলে ডুবে যাওয়া ফেরির উদ্ধার কার্যক্রমে সহায়তা শেষে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় দমকল বাহিনীর প্রধান মুন কি-শিক জানান, ঘটনাস্থলে হেলিকপ্টারে থাকা ৫ ক্রু’র সবাই নিহত হয়েছে। তিনি জানান, তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। উল্লেখ্য, দুই ইঞ্জিন বিশিষ্ট এ চপার হেলিকপ্টারটির নির্মাতা প্রতিষ্ঠানের নাম এয়ারবাস হেলিকপ্টারস।

 

Spread the love