বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা না করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের নিকট আবেদন

আব্দুর রাজ্জাক : দিনাজপুর জেলা অটো রিক্সা-অটো টেম্পু মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা না করার জন্য প্রধান নির্বাচন দিনাজপুর জেলা অটো রিক্সা-অটো টেম্পু মালিক সমিতি নির্বাচন কমিশনারের নিকট আবেদন করেছেন সারোয়ার হোসেন।

২৪ ফেব্রয়ারী মঙ্গলবার একটি লিখিত আবেদন পত্রে সারোয়ার হোসেন উল্লেখ করেছেন যে, গত ২৮/০২/১৫ইং তারিখে দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করা জন্য নির্বাচনী ফরম পূরণ করে নির্বাচন কমিশন কার্যালয়ে দাখিল করার পর তিনি জানতে পারেন যে, নির্বাচনী বিধি মোতাবেক নির্বাচন হচ্ছে না। এছাড়াও বিধি বহির্ভূত নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা তার পে সম্ভব হচ্ছে না বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন। সারোয়ার হোসেন আবেদনপত্রে আরও উল্লেখ করেছেন যে, পূর্বের মুল কমিটির সদস্যবৃন্দ আহবায়ক কমিটিকে তোয়াক্কা না করে নির্বাচনী বিধি লঙ্ঘন করে উক্ত নির্বাচনী তফশীল ঘোষনা করেছেন বলেই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে তিনি ইচ্ছুক নন। দপ্তর সম্পাদক পদপ্রার্থী(দোয়াত-কলম মার্কা) সারোয়ার হোসেন উপরোক্ত অবস্থাক্রমে নিয়মনীতি বহির্ভুত নির্বাচনী তফশী ঘোষনা করায় উক্ত নির্বাচনে দপ্তর সম্পাদক পরে জন্য যে নির্বাচনী ফরম পূরন করে দাখিল করা মনোনয়নপত্রটি প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. সারওয়ার আহমেদ বাবুর নিকট অব্যাহতি প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন।

 

 

Spread the love