শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দশম জাতীয় সংসদ নির্বাচন রাজাকার মুক্ত সংসদ রচনা হয়েছে-নাজমুল হক প্রধান এমপি

Jasadদিনাজপুর প্রতিনিধি : নববইয়ের গণ আন্দোলনের লড়াকু ছাত্রনেতা বৃহত্তর দিনাজপুরের কৃতি সন্তান,জাসদ কেন্দ্রীয় নেতা পঞ্চগড়-১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা নাজমুল হক প্রধান এমপি বলেছেন ১৯৭২ সালের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশ রাজাকারমুক্ত জাতীয় সংসদ ছিল। শেখ মজিবর রহমানের মৃতুর পর একটি মহল পাকিস্তানি বানানোর ষড়যন্ত্র করে আসছে এবং সাম্প্রদায়িক রাষ্ট্র বানাবার চেষ্টা চালিয়ে আসছে। সব ষড়যন্ত্র প্রতিহত করে এবার দশম জাতীয় সংসদ নির্বাচনে রাজাকারমুক্ত সংসদ রচনা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক গণতান্ত্রীক সোনার বাংলা গড়ার ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

গতকাল মঙ্গলবার দিনাজপুর নাট্য সমিতি হলে জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য জননেতা নাজমুল হক প্রধান এমপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা জাসদের সভাপতি এ্যাড. ইমামুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাড. লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিউল ইসলাম রাজুল, ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক রবিউল আওয়াল খোকা। শুভেচ্ছ বক্তব্য রাখেন জাসদ নেতা সহিদুল ইসলাম, শাহ আলম, মজিবর রহমান, মাসুদা বেগম মুক্তা প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায় কর্মজীবী নারী, জেলা ও উপজেলার জাসদ, হোটেল শ্রমিক ইউনিয়ন, চাতাল শ্রমিক ইউনিয়ন, জাসদ যুব জোট, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) বিরামপুর, পার্বতীপুর জাসদের নেতৃবৃন্দ।

Spread the love