শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের ঐতিহ্যবাহী বাংলা স্কুলের বাহাত্তোরের ব্যাচ স্টুডেন্টদের মিলন মেলা

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর বাহাত্তোর সালের স্টুডেন্টরা রামসাগর জাতীয় উদ্যাগে মিলন মেলায় অংশগ্রহণ করে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। উক্ত মিলন মেলায় সেই সময়ের প্রাক্তন শিক্ষক মোঃ ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। “৪৯ বছরের বন্ধুত্বের উৎসব ২০২১” এর মিলন মেলায় “নতুন ছন্দে এবার বাংলা স্কুলের ১৯৭২ সালের সদস্যরা গড়বে মানবতার সেতুবন্ধন” -এই শ্লোগানকে সামনে রেখে স্মৃতিচারন করেন শরিফুদ্দিন আহমেদ পুটু (বীরমুক্তিযোদ্ধা),  মোঃ শাহজাহান আলী, মোঃ কামরুজ্জামান, কাশী কুমার দাস, রঞ্জন কুমার দাস, মোঃ আবেদুর রহমান বিরাজ, মোঃ রফিকুল আমিন বাবু, মোঃ মোজাহারুল হক বিস্কুট, কাফিল ওয়ার মাসুদ, কাজী ফয়জুর ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, মোঃ জাহিদ আলী, মোঃ সাঈদ আলী, মোঃ আমিনুর হক, গিয়াস উদ্দীন আহম্মেদ, মোঃ আব্দুল জব্বার, মোঃ মনিরুজ্জামান সোনা, মোয়াজ্জেম হোসেন, মোঃ হাবিবুর রহমান, মীর রায়হান আলী, মোঃ আজগার আলী বাবলু, মোঃ আব্দুল মোমেন, মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ আফতাব আলম বাবু, আসলামুর রহমান মাহবুব, এ টি এম এহেসানুল হক, শেখ আবিদুর রহমান রাজা, মোঃ আব্দুর রাজ্জাক পিকু। এছাড়া পরিবারের সদস্যদের বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Spread the love