শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের চাঁদগঞ্জ এএসএম দ্বিমুখী হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রশিক্ষণ কর্মশালা

Sportsদিনাজপুর প্রতিনিধি : উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান বলেছেন, অবক্ষয়মুক্ত সমাজ গড়তে শিক্ষার পাশপাশী খেলাধুলার প্রয়োজন অপরীসিম। প্রতিটি শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে  এগিয়ে আসতে হবে। আধুনিক প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হয় এই প্রতিষ্ঠানকে একটি মডেল প্রতিষ্ঠান গড়তে শিক্ষক ও শিক্ষার্থীদের আরও পরিশ্রম করতে হবে।

বুধবার চাঁদগঞ্জ এএসএম দ্বিমুখী হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চাঁদগঞ্জ এসএসএম দ্বিমুখী হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আজগর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি তাহের উদ্দীন আহমেদ, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব খতিব উদ্দীন আহমেদ, হোসেন নার্সারীর পরিচালক আলহাজ্ব মকবুল হোসেন, চাউল আড়ৎদার সমিতির সভাপতি রনজিৎ কুমার বসাক। স্বাগত বক্তব্য রাখেন চাঁদগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এএসএম শাহজাহান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ জমির উদ্দীণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ। সভা পরিচালনা করেন সহকারী শিক্ষিকা হাসনা ইয়াসমিন। সভা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Spread the love