শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের পার্বতীপুরে হোমিও চিকিৎসকের আত্নহত্যা

দিনাজপুর সংবাদদাতাঃ দিনাজপর জেলার পার্বতীপুর উপজেলার আমবাড়ীতে হোমিও ডাঃ মোস্তাফিজার রহমান বুলুর (৩৮) নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানে ঝুলে আত্নহত্যা করেছে। গত বৃহস্পতিবার নিজ বাসায় শয়ন কক্ষে ফ্যানের সংঙ্গে জর্জেড ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছেন বলে জানা গেছে। তার আত্নহত্যার কারন হিসাবে স্থানীয় জন মতে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। ডাক্তার বুলুর প্রায় পঞ্চাশ লাখ টাকা বিভিন্ন ব্যক্তি ও এন.জি.ও’র নিকট ঋণ ছিল। আর এসব ঋণের টাকার প্রতিদিন প্রায় আঠার হাজার টাকা করে কিস্তি দিতে হতো। যা তার জন্য ছিল অত্যাধিক কষ্ট সাধ্য। এছাড়াও তার পারিবারিক কলহ ছিল বলে জানা গেছে। গত কয়েকদিন আগে ডাঃ বুলুর আমবাড়ীতে ৫ শতাংশ জমির উপর নির্মিত আধাপাকা বাসাটি তার স্ত্রী নিজের নামে লিখে নেয়। এ বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদে এক পর্যায়ে বুলুর স্ত্রী তার বাবার বাড়ী চলে যায়। এ নিয়ে পারিবারিক ঝগড়া বিবাদও ডাঃ বুলুর আত্নহত্যার একটি কারন বলে  অনেকে মনে করছেন। এ ব্যাপারে মৃতের বড় ভাই মাওলানা আঃ মাবুদ বাদী হয়ে পার্বতীপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। খবর পেয়ে পার্বতীপুর থানার এস.আই রেজাউল ইসলাম রেজা ঘটনাস্থলে পৌছে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করেন।

Spread the love