শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের পূর্ণভবা নদীতে ডুবে তিন ছাত্রের মৃত্যু

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥  দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহীত পূর্ণভবা নদীতে গোসল করতে গিয়ে মেহেদি হাসান পলাশ( ১৬), আবিব বিন তুর্য (১৪) ও  মাসুদ আব্দুল্লাহ (১৭) নামে তিন ছাত্রের মৃত্যু হয়েছে।

মেহেদি হাসান পলাশ শহরের বালুয়াডাঙ্গা এলাকার মোঃ হাসানুল হক চৌধুরীর ছেলে এবং দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র,  আবিব বিন তুর্য একই এলাকার মোঃ তোজাম্মেল হকের ছেলে এবং দিনাজপুর  জিলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র, মাসুদ আব্দুল্লাহ শহরের পাহাড়পুর এলাকার  বাসিন্দা এবং দিনাজপুর সিটি কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র।

শনিবার বিকেল সাড়ে ৪টায়  তিন ছাত্রের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দা মোঃ পলাশ জানান, এই তিন জন ছাত্র আজ দুপুর ১ টার দিকে দিনাজপুর শহরের কোল ঘেষা বিরল নিউ ডিগ্রী কলেজের সামনে পুনর্ভবা নদীতে গোসল করতে যায়। এসময় তারা পানিতে তলিয়ে যেতে দেখে আমি বিরল নিউ ডিগ্রী কলেজের শিক্ষকদের সংবাদ দেই। পরে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। এ দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল আসতে দেরী করায় স্থানীয়রা চেষ্টা চালিয়ে বিকেল ৪টায় তাদের লাশ উদ্ধার করে। পরে তাদের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসা হয়।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম নদীতে ডুবে তিন জনের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।

Spread the love