বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের বিজিবি’র অভিযানে পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

BGBবিজিবি দিনাজপুর সেক্টরের আওতাধিন জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনস্ত দিনাজপুরের হাকিমপুরের হিলি বাসুদেবপুর বিওপি’র বিজিবি সদস্যরা আজ বুধবার এক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাচালানীকৃত ভারতীয় অবৈধ্য পন্যগুলি উদ্ধার করেছে। পণ্যগুলোর মধ্য রয়েছে, যৌন উত্তেজক ট্যাবলেট, জীবন রক্ষাকারি ঔষধ ও আতশবাজি।
বিজিবি হিলি বাসুদেবপুর বিওপি’র ভারপ্রাপ্ত কোম্পানী কোমান্ডার নায়েক সুবেদার আ. জব্বার জানন, বিওপিটিতে ব্যাটলিয়ন সদর দপ্তরের কর্তব্যরত বিশেষ দলের সদস্য নায়েক হান্নন আলীর নেতৃত্বে একদল জওয়ান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিলি- খাট্টাউছনা পাকা সড়কের ইসমাইলপুর মহল্লার নিকট এক অভিযান চালিয়ে অবৈধ্য পণ্যগুলি উদ্ধার করেন। এসময় চোরাকারবকারীরা পালিয়ে যায়। এ ব্যপারে বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদারের নিকট জানতে চাইলে তিনি এর সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love