বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ী হারুনের দাফন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের নয়নপুর এলাকার মাহমুদ অটো রাইস মিল এর স্বত্তাধিকারী এবং পাটুয়াপাড়া নিবাসী মরহুম মতিয়ার রহমানের ১ম পুত্র হারুন-উর-রশিদ গত সোমবার বিকেল সাড়ে ৫টায় তার নিজ মিলে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না…………….) রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন।

গতকাল মঙ্গলবার বাদ যোহর দুপুর ২টায় লালবাগ গোরস্থান সংলগ্ন মাদরাসা মাঠে তার নামাজে জানাযা শেষে লালবাগ গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়। মরহুমের জানাযা ও দাফনকার্যে তার সকল আত্মিয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক ব্যক্তি ছাড়াও শহরে গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মরহুম হারুন-উর-রশিদ শহরে বিশিষ্ট ব্যবসায়ী ও পাটুয়াপাড়া জাগরণী ক্লাবের সাবেক সভাপতি ও জিয়া পরিষদ সদর শাখার সভাপতি মামুন-উর-রশিদ মামুনের বড় ভাই এবং বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু ও দৈনিক প্রতিদিন এর সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি খায়রুল আনম এর ভাতিজা।

 

Spread the love