মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের লুৎফুন্নেছা টাওয়ারের দোকানে লুটের ঘটনায় পুলিশ অভিযানে ৭২ হাজার টাকার মালামাল উদ্ধার

দিনাজপুর প্রতিনিধিঃ

শহরের লুৎফুন্নেছা টাওয়ারে মেসার্স গিফট এন্ড টেক ট্রেডার্সে ভাংচুর ও ৩৩ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যায় ৭২ হাজার টাকার ৮৮ পিস গার্মেন্টস কাপড় উদ্ধার করেছে।

কোতয়ালী থানা সূত্রে জানা যায় জেলা প্রশাসন পুলিশ সুপার পৌর মেয়র চেম্বার ও থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় তদন্ত কর্মকর্তা আব্দুস সালামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টা মাতা সাগর কালিয়াগঞ্জ কালুপাড়া এলাকার দেলোয়ার হোসেনের পুত্র ইরফান হোসেন কালু অরফে বাবু ২৫) মামলার ২য় আসামী জেল রোডস্থ ইষ্টট সেন্টারে ক্যাশ কাম সেলম্যানের বাড়ীতে অভিযান চালায়। এ সময় তল­াসী চালিয়ে ৭২ হাজার ৩শ ৯০ টাকার ৮৮ পিস মালামাল উদ্ধার করে। যার মধ্যে রছে ৬৬ সিপ ফুলহাতা সার্ট ১৫ পিস হাফহাতা সাটৃ, ৪টি হাফ হাতা সোয়েটার ও ৩টি গেঞ্জি পাওযা যায়। সেময় আসামী বাবুকে গ্রেফতার করতে পারেনি। উলে­খ্য ভাংচুর, মালামাল লুট ও জীবন নাশেল হুমকির ঘটনায় পৃথক পৃথক ৩টি মামলা দায়ের করা হয়। যার কোতয়ালী থানা মামলা নং ৪৯, তাং ১৮/৪/২০১৪ ইং, মামলা নং – ৫ তারিখ ৩/৫/২০১৪ ইং, মামলা নং – ৫৫৪, তারিখ – ১০/৫/২০১৪ইং গত  ২৩/৪/২০১৪ইং তারিখে প্রকাশ্য দিবালোকে ভাংচুর ক্ষতিসাধন করে ৩৩ লক্ষ টাকার মালামাল লুট করে। আসামীরা বিষয়টিকে কৌশলে একটি জাল নন জুডিশিয়াল চুক্তিপত্র তৈরী করে বাদীকে দিয়ে ৬০%  ও ৪০% লভ্যাংশের চুক্তি হয়েছে মর্মে গত ১৬/৫/২০১৪ ইং তারিখে একটি সংবাদ প্রকাশ করিয়েছে। যা আদৌ সত্য নহে। টাওয়ারের মালিসের সহিত চুক্তিবদ্ধ হয়ে তিনি সুনামের সহিত এ ব্যবসা চালিয়ে আসছে।

Spread the love