শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের সুন্দরবন ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বাজেট বরাদ্দ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়াম্যান আবু বক্কর সিদ্দিক বলেছেন, সুন্দরবন ইউনিয়কে প্রতিবন্ধী বান্ধব একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়ন পরিষদের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বাজেট বরাদ্দ দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়ন করতে আমরা সক্ষম হব

গতকাল শুক্রবার দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদ হলরুমে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর আয়োজিত সিডিডির সহযোগীতায় মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে পিআরপিডি-ডিআই প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ সদস্য এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অংশ গ্রহণে ইউনিয়ন পরিষদের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বাজেট বরাদ্দ শীর্ষক কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রতিবন্ধী স্ব-সংগঠনের সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্ব-সংগঠনের সেক্রেটারী সাগর সরকার। প্রকল্প নিয়ে সার্বিক আলোচনা করেন সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রকল্পের ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায়। প্রতিবন্ধী স্ব-সংগঠনের সদস্যরা ইউনিয়ন পরিষদে তাদের উন্নয়ন বাজেট বরাদ্দ, ভাতা বৃদ্ধি, ভিজিডি-ভিজিএফ,৪০ দিনের কর্মসূচী, কর্মসংস্থান, বনায়ন স্যানিটেশন, খাস জমি বরাদ্দ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার দাবী জানায়। উপস্থিত প্রতিবন্ধী স্ব-সংগঠনের সদস্য দিলিপ সরকার, বিউটি, দিপ্তি রানী, সাবিত্রি রায় তাদের চাহিদা তুলে বক্তব্য রাখেন।

Spread the love