শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাচন ৩১ মার্চ

গণসংযোগ আর মাইকিং-পোষ্টারিং এর মধ্যদিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। ইতিমধ্যে প্রচার প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে উপজেলার মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন এর শেষ ধাপে দিনাজপুরের হাকিমপুরে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সুখে-দুঃখে  যাকে কাছে পাবেন, তাকেই দেবেন ভোট-এমনই প্রত্যাশা ভোটারদের। তবে বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ে ভোটাররা পড়েছেন বিপাকে। এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন- হারুন-উর-রশিদ হারুন (আওয়ামীলীগ) টেলিফোন, কামাল হোসেন রাজ (আওয়ামী লীগ, বিদ্রোহী) ঘোড়া, আকরাম হোসেন মন্ডল (বিএনপি) মটর সাইকেল, পারুল নাহার (বিএনপি, বিদ্রোহী) আনারস।
পুরুষ  ভাইস চেয়ারম্যান পদে  ৬ জন। তারা হলেন- শাহিনুর রেজা (আওয়ামীলীগ) তালা, হযরত আলী (বিএনপি) টিবওয়েল, ওয়াহেদুর রহমান রিপন (বিএনপি বিদ্রোহী) বাল্ব, হারুনুর রশিদ (বিএনপি বিদ্রোহী) চশমা, আমিনুল ইসলাম (জামায়াত) উড়ো জাহাজ, আব্দুল মান্নার মাষ্টার (স্বতন্ত্র) টিয়া পাখি।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন হলেন- সেলিনা নার্গিস ( আওয়ামীলীগ) হাঁস, খোদেজা আক্তার (আওয়ামীলীগ বিদ্রোহী) কলস, আকতারা বানু ( বিএনপি) ফটবল ও নুরন নাহার (বিএনপি বিদ্রোহী) প্রজাপতি। এই উপজেলার ভোটার সংখ্যা ৬১ হাজার ৫ শ ১৪ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৩০ হাজার ৫ শ ২৭ ও মহিলা ভোটার রয়েছেন ৩০ হাজার ৯শ ৮৭ জন।
আওয়ামী লীগ-বিএনপি দু’দলেরই কাল হয়ে দাঁড়িয়েছে বিদ্রোর্হী প্রাথীরা। প্রার্থীরা ভোটারদের কাছে একে অপরকে দোষারোপ করছেন, এমন অভিযোগও উঠেছে। এতে করে ভোটারদের কাছে দলের ইমেজ নষ্ট হচ্ছে।এদিকে  প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। বিজয় নিশ্চিত করতে প্রার্থীরা-নারী ও শিশু অধিকার সংরক্ষন, সন্ত্রাস, ঘুষ-দুর্নীতি, নেশামুক্ত সমাজ গঠন, সামাজিক নিরাপত্তা বিধান, কার্যকর ভুমিকা রাখবেন ্এমনি আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে    বাড়ী বাড়ী গিয়ে ভোট চাইছেন ভোটারদের কাছে। প্রার্থীদের পাশা পাশি তাদের সমর্থক-কর্মিরাও ভোট চাইছেন। তবে  মুখ খুলছেন না ভোটারেরা।

Spread the love