বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ গুলি বিনিময়

রোমেন বসাক, ষ্টাফ রিপোর্টার, হাকিমপুর : দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীর গোলগুলিতে বিটন নাথ (৩০) নামে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছে।

 

এসময় ভারতীয় চোরাকাবরীদের নিক্ষিপ্ত রেললাইনের পাথরের আঘাতে মোঃ রাসেল নামে এক বিজিবি সদস্য আহত হয়।

 

বিটন ভারতের হিলির দক্ষিনবাসুদেবপুর গ্রামের বৌদ্ধনাথের ছেলে।

 

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার হিলি সীমান্তে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় বিজিবি ও বিএসএফ’র মধ্য ১০ রাউন্ড গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। সীমান্তে উভয় পক্ষ অতিরিক্ত শক্তি মোতায়েন করেছেন।

 

 

হিলি বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার রেজাউল ইসলাম জানান, একটি মালবাহি ট্রেন হিলি রেলস্টেশন থেকে জয়পুরহাট যাবার কালে সীমান্তের ২৮৪/২৭ ও ২৮ নং পিলারের নিকট পৌছিলে বিটন নাথ নামে এক চোরাকারবারী চলন্ত ট্রেনটিতে চোরাচলানীকৃত পণ্য উঠানোর চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত মোঃ রাসেল নামে এক বিজিবি সদস্য তাকে আটকের চেষ্টা করলে বিটন নাথ তার পিস্তল দিয়ে রাসেলকে গুলি করতে উদ্যত হয়। একই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবি সদস্যদের লক্ষ করে ৫ রাউন্ড গুলি বর্ষন করেন। এর জবারে বিজিবি সদস্যরাও ৫ রাউন্ড গুলি বর্ষণ করেন। এ সময় বিটন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হলে বিজিবি সদস্যরা তার লাশ উদ্ধার করে হিলি বিওপিতে নিয়ে আসেন।

 

ঘটনাস্থল থেকে ২৫ টি ভারতীয় শাড়ি ও ২৫ বোতল ফেনসিডিল জব্দ করেন। এ রিপোর্ট লেখা পর্যমত্ম সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছিল।

 

বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

Spread the love