শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের ৩ ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

দিনাজপুরের ৩টি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের ২০১৪-১৫ অর্থ বছরের ৪৪ লক্ষ ৭৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে ইউপি প্যানেল চেয়ারম্যান ফয়জার রহমান, মেম্বার আব্দুস সামাদ, রাজিয়া বেগম, বাবুল হোসেন, রশিদুল ইসলাম ও সেতারা বেগম বক্তব্য রাখেন। কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ৫২ লক্ষ ১৭ হাজার টাকার বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান একেএম ফারুক। ইউপি সদস্য কায়েদে আজম, শিক্ষক মাহবুবুর রহমান ও রুস্তম আলী এবং ব্যবসায়ী আব্দুল লতিফ ও জাকির হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়েনউদ্দিন শাহ ৫৮ লক্ষ ৭৫ হাজার টাকার ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আফতাবউদ্দীন মোল্লা ও ভাইস চেয়ারম্যানম্যান নুর আলম দুলু এবং প্লান ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার মোবারক আলী বক্তব্য রাখেন। একই অনুষ্ঠানে আব্দুলপুর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়।

Spread the love